মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তিনি বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান-এ করে রাজধানী কুয়ালালামপুরে অবতরণ করেন। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সফরের শুরুতেই ট্রাম্প যোগ দেবেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। গত জুলাইয়ে সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যার মধ্যস্থতা করেন ট্রাম্প নিজেই। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যে মহান শান্তিচুক্তির মধ্যস্থতা করেছি, সেটি স্বাক্ষরের জন্যই আমি মালয়েশিয়ায় এসেছি।’
প্রাথমিক সূচি অনুযায়ী চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল রোববার বিকেলে। তবে থাইল্যান্ডের প্রয়াত রানী মাতা সিরিকিতের মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সময় কিছুটা এগিয়ে আনতে অনুরোধ জানান। ফলে কুয়ালালামপুরে পৌঁছেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ট্রাম্প।
বার্তায় ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী চার্নভিরাকুলকে ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করে থাই জনগণের প্রতি সমবেদনা জানান।
আসন্ন এশিয়ান সম্মেলন ও ট্রাম্পের সফরকে কেন্দ্র করে মালয়েশিয়া জুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন, যান চলাচলে নিয়ন্ত্রণ, মোড়ে ঘুরে চেকপোস্ট, এমনকি আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টারও।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলন চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।






