হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে এবার আন্তর্জাতিক তদন্ত শুরু হচ্ছে। এ লক্ষ্যে অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাজ্য ও তুরস্কের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই–গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডে কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতেই চারটি দেশের বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আগুন লাগার কারণ, উৎস এবং দায় নির্ধারণে কাজ করবেন।”
তিনি আরও জানান, বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে ঘটনাটি “সম্পূর্ণ দুর্ঘটনা” বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সমন্বিত প্রচেষ্টায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে সীমিত পরিসরে আমদানি পণ্য খালাসের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) দাবি করেছে, দুর্ঘটনায় প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।






