জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেছেন বলে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে দলটির একাধিক নেতার মন্তব্যের পর এবার নাসীরুদ্দীন পাটোয়ারী মুখ খুলেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পদত্যাগ প্রসঙ্গে কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।
তিনি বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল বর্তমান সরকারও একই সঙ্গে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যত্যয় হয়েছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।
পাটোয়ারী আরও বলেন, ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।
তিনি আরও বলেন, একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। এ সময় বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করে এনসিপি।






