সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। বিতর্কিত ছবিটি নিয়ে এক সাক্ষাৎকারে নিজের বক্তব্য তুলে ধরলেন তিনি।
সামিরা জানান, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। অভিনেত্রী বলেন, ‘ওহ গড! দ্যাট পিকচার। এটা আসলে অনেক বিতর্কিত হয়ে গিয়েছিল। কেন? আমি আজ এর ব্যাখ্যা দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ছবিটি ছিল ‘ভাত লাভার’ নামক একটি নাটকের শুটিং সেটে তোলা। এই নাটকটির পরিচালনা করেছিলেন সকাল আহমেদ এবং সহশিল্পী ছিলেন আরশ খান।’
এছাড়া, ছবির সঙ্গে যুক্ত পরিস্থিতি নিয়ে মাহি বলেন, “নাটকে একটি অফিসের সিন ছিল এবং আমি তখন ডিরেক্টরকে বলেছিলাম, ‘ভাইয়া, একটু ছবি তুলতে দেবেন?’ তখন আমার কাছে কোনো চশমা ছিল না। পরিচালক ভাইয়ার কাছে গিয়ে চশমা চেয়েছিলাম, ওটা তার ছিল। তারপরই ছবিটি তোলা হয়।”
তিনি আরও জানান, “আরশ আমাকে বলছিল, ‘মাহি, তুমি এই গ্লাসটা পরে খুব ভালো লাগছো!’ তখন আমি কিছু মজার পোজে ছবি তুলেছিলাম। পরবর্তী সময়ে, সেটা বেশ আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকে সেটা নিয়ে বিতর্ক শুরু করেন।”
বিতর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ‘এটা একদমই ইচ্ছাকৃতভাবে কিছু ছিল না। আমি কোনো খারাপ উদ্দেশ্যে সেই ছবি তুলি নি। তবে এটা সত্য, ছবিটি পরবর্তীতে বেশ কন্ট্রোভার্সিয়াল হয়ে উঠেছে।’
মাহি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন যে, ছবিটি ছিল একটি সাধারণ নাটক শুটিংয়ের অংশ এবং কোনো অপ্রীতিকর উদ্দেশ্যে এটি তোলা হয়নি।






