নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীর বিচারের দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এবার এ ঘটনায় সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
মঙ্গলবার ২১ অক্টোবর দিবাগত রাতে ফেসবুক পোস্টে অভিযুক্তের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে ডাকসু ভিপি বলেন, ‘স্বঘোষিত ধর্ষক এবং মুসলিম নারীদের নিয়ে চরম অবমাননাকর মন্তব্যকারী বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে প্রথম থেকে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বুয়েটে চলমান আন্দোলনের কোনো মিডিয়া কাভারেজ নেই। উপরন্তু, বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের জেলে ঢুকানোর হুমকি-ধমকি দিয়েছে রেপিস্টের বাবা।’
তিনি লেখেন, ‘ধর্ষণ, নারী অবমাননা ও সামাজিক বিশৃঙ্খলার মতো গুরুতর অভিযোগের স্বত্বেও রাষ্ট্র তার যথাযথ ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। শহিদ আবরার ফাহাদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কোনো ধর্ষক, নিপীড়কের ঠাঁই হবে না।’






