রিয়া মনিকে তালাক দুধ দিয়ে গোসল করছেন হিরো আলম এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে।
এই ভিডিও ছড়িয়ে পরার পরই ভক্তদের মাঝে চলছে আলোচনা-সমলোচনা।
জসিম উদ্দিন নামের একজন কমেন্টে লিখেছেন, দুধ হলো পবিত্র জিনিস এত গুলো দুধ অপচয় করা মোটেও কাম্য নয়, বরং ইহাতে মুর্খর পরিচয় দেওয়া হলো, দুধ দিয়ে গোসল করার প্রয়োজন হলে এক বালতির পানির মধ্যে ১ কেজি দুধ মিশিয়ে নিলেই হইতো, তাহলেই দুধ দিয়ে গোসল করার সখ হিরো আলমের পুরনো হয়ে যেতো, কিনতু এত গুলো দুধ এই ভাবে মাটিতে ফেলে দিয়ে সকলেই গুনাহগারী হয়ে গেলো, এবং অপচয় কারিকে আল্লাহ পাক পছন্দ করেন না।
অন্য একজন লিখেছেন, বেটা কিতা কইতাম বেটিয়ান্তে দুধ দিয়া গোসল না কইরা তারার মুত দিয়া গোসল করলে ভালা হইতো।






