ময়মনসিংহের ধোবাউড়ায় বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রী রাজিয়া খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৮ অক্টোবর) উপজেলার এরশাদবাজার সংলগ্ন কেষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল ওই গ্রামের শামছুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে বাবুলের মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন স্ত্রী রাজিয়া।
এমনকি তিনি তার গোপনাঙ্গও কেটে দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই বাবুল মিয়ার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরে আত্মীয়দের চিৎকারে প্রতিবেশীরা এসে রাজিয়াকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’






