দুদিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গুলশানের বাসভবনে পৌঁছে।
এর আগে, রাত ১১টার দিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।
মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়ার। সেখানে তার নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর আগে গত ২৮ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার তত্ত্বাবধানে চিকিৎসা চলে বেগম খালেদা জিয়ার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সময়ের আলোকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ম্যাডামের শরীর দুর্বলতার কারণে দ্রুত পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। কেন দুর্বলতা অনুভব করছিলেন, তার কারণ খুঁজতে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। বলা যায় রুটিন চেক-আপ। আলহামদুলিল্লাহ, সবগুলোর রিপোর্টই বেশ ভালো আসছে। এখন চিকিৎসা আগের মতোই বাসা থেকে চলবে।






