মানিক মিয়া এভিনিউতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যোগ দেন।
প্রধান উপদেষ্টা ছাড়াও অন্য উপদেষ্টা এবং রাজনৈতিক দল ও শক্তির প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে এসেছেন।
বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাহউদ্দিন আহমদ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অনুষ্ঠানে এসেছেন।
তবে, এনসিপিসহ একাধিক বাম দল অনুষ্ঠান বয়কট করেছে।
এর আগে, দুপুরের দিকে অনুষ্ঠানস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং কমপক্ষে ২০ জন আহত হবার খবর পাওয়া গেছে।






