ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার বিকেল ৪টার কিছু আগে সংসদ ভবন এলাকায় পৌঁছান তারা। রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকার সংসদ ভবন চত্ত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই সনদ স্বাক্ষর।
এর আগে, দুপুর ২টার দিকে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে এ এলাকায় ব্যাপক সংঘর্ষের টনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী অনুষ্ঠানে যোগ দিয়েছে।
সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে যাবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তারা ছাড়াও জামায়াতের আরও অনেক নেতা উপস্থিত থাকবেন।
সেখানে হাজির থাকলেও সনদে স্বাক্ষর করা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।
গত ৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন বাস্তবায়ন পদ্ধতির খসড়া নিয়ে বৈঠক করেছে। ১১ অক্টোবরের আগেই খসড়া হাতে আসার কথা ছিল রাজনৈতিক দলগুলোর।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) ইতোমধ্যেই এই অনুষ্ঠানে যাবে না বলে জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় দলটি। এরপর একাধিক দল এই অনুষ্ঠানই বয়কটের ঘোষণা দেয়। তবে জামায়াত সে পথে না হাঁটলেও সনদে স্বাক্ষর নিয়ে নিশ্চয়তা দেয়নি।






