চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) পোশাক কারখানায় লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে পাঁচ নম্বর সড়কের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে এ আগুনের সূত্রপাত ঘটে।
রাত ৯টা পর্যন্ত সাত ঘণ্টা পেরোলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং সন্ধ্যার পর থেকে বেড়েছে আগুনের তীব্রতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।
জানা গেছে, অ্যাডামস তোয়ালে ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিকেল গাউন তৈরির কারখানা। কারখানার ভবনটি সাত তলার। দুটি কারখানার গুদাম সাত তলায়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে মোট ৭০০ শ্রমিক কাজ করেন। তবে তাদের কেউ আহত হননি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।






