চট্টগ্রামের ইপিজেডে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনীর পর যোগ দিয়েছে বিজিবিও। আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছেন তারা। সব মিলিয়ে কাজ করছে ১৭টি ইউনিট।
দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারখানাটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে পাঁচ নম্বর সড়কের কারখানায় এ আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, নয়তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৭টি ইউনিট। কারখানাটিতে হাসপাতালে ব্যবহারের বিভিন্ন কাপড়ের পণ্য তৈরি হতো। সেখানে পাঁচ শতাধিক শ্রমিক ছিলেন। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দীন বলেন, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।






