লণ্ডভণ্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছিল। রেমিট্যান্স না আসলে সরকার টিকে থাকা মুশকিল ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইটালির রোমে বাংলাদেশি কমিউনিটর সঙ্গে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের দায়িত্ব নেয়ার সময় কর্মরতদের বেতন কিংবা আন্তর্জাতিক ঋণ পরিশোধের জন্য অর্থ ছিল না। কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না। তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের শক্তি যুগিয়েছে।
তিনি আরও বলেন, কতগুলো সমস্যার কথা বলেছে ইতালি। বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে বলে অভিযোগ করেছে দেশটি। এমন প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
এর আগে, আজ রোমে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কার্ল স্কাউ।






