বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন। গ্ল্যামার জগতের বাইরে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় এই নায়িকা এবার যাচ্ছেন জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এ ভারতের প্রতিনিধিত্ব করতে।
কৃতি থাকবেন সম্মেলনের মূল বক্তা হিসেবে। সেখানে তিনি অংশ নেবেন ‘উইমেনস হেলথ-গ্লোবাল ওয়েলথ: ক্যাটালাইজিং রিটার্নস অন বোল্ড ইনভেস্টমেন্টস’ শীর্ষক আলোচনায়, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও শীর্ষ নেতারা একত্রিত হবেন নারীস্বাস্থ্য ও লিঙ্গসমতা নিয়ে মতবিনিময়ে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভারতের লিঙ্গসমতা বিষয়ক সম্মানসূচক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন কৃতি শ্যানন। নারীস্বাস্থ্য, সমান সুযোগ ও ক্ষমতায়ন বিষয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি। এই উচ্চপর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ তার সামাজিক ভূমিকার আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
কৃতি বলেন, ‘নারীর স্বাস্থ্যে বিনিয়োগ কেবল মানবিক দায়িত্ব নয়, এটি সমাজ ও অর্থনীতির স্থিতিশীলতারও মূল চাবিকাঠি।’
‘মিমি’, ‘বচন পাণ্ডে’, আদিপুরুষসহ একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকের ভালোবাসা অর্জন করেছেন কৃতি। এবার বাস্তব জীবনের দায়িত্বশীল উদ্যোগে তার পদক্ষেপ বলিউড তারকাদের সামাজিক অংশগ্রহণের নতুন উদাহরণ তৈরি করছে।
সম্প্রতি তাকে দেখা গেছে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দো পাত্তি’ সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন কাজল ও শাহির শেখ। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী।
কৃতির এই আন্তর্জাতিক অংশগ্রহণ শুধু ব্যক্তিগত সাফল্য নয়- ভারতীয় বিনোদনজগতের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক আলোচনায় তার উপস্থিতি সামাজিক পরিবর্তনের অনুপ্রেরণাও হয়ে উঠছে।






