‘কানাডা সুপার সিক্সটি’ টুর্নামেন্টে টিকে থাকতে জিততেই হতো মন্ট্রিয়াল রয়েল টাইগার্সের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ব্র্যাম্পটন ব্লিটজকে ৪৩ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
রবিবার ভ্যাঙ্কুবারে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩০ রানের সংগ্রহ গড়ে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৮৭ রানে থেমে যায় ব্র্যাম্পটন ব্লিটজের ইনিংস।
ব্যাট হাতে ইনিংসের শুরুটা ছিল ঝোড়ো। ওপেনার জশ ব্রাউন ও দিলপ্রিত বাজওয়া মাত্র ২২ বলেই দলকে এনে দেন ৬১ রানের শক্ত জুটি। ব্রাউন করেন ১৯ রান, বাজওয়া আউট হওয়ার আগে খেলেন ১৮ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস। তিনে নেমে দ্রুত রান তোলার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান—গ্রিভসকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান তিনি।
তবে ইনিংস বড় করতে পারেননি, ৭ বলে ১১ রান করে গ্রিভসেরই শিকার হন।
মিডল অর্ডারে রায়ান হিগিনস ও টম মুরস ব্যর্থ হলেও শেষদিকে শ্রেয়াস মোভভার ঝোড়ো ব্যাটিংয়ে (১২ বলে অপরাজিত ২২) দলকে পৌঁছে দেন ১৩০ রানে।
টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ব্র্যাম্পটন ব্লিটজ। মন্ট্রিয়ালের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
মার্টিন গাপটিল, উইল স্মিদ ও জেমস ভিন্সরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অধিনায়ক ডেভিড ভিসা করেন দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান।
বল হাতে দারুণ ছন্দে ছিলেন ব্র্যাড কারি, অ্যান্ড্রু টাই ও ইসুরু উদানা—তাদের নিখুঁত বোলিংয়েই প্রতিপক্ষকে মাত্র ৮৭ রানে আটকে দেয় মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। উল্লেখ্য, এই ম্যাচে বল হাতে নামেননি অধিনায়ক সাকিব।
শেষ পর্যন্ত ৪৩ রানের জয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় মন্ট্রিয়াল রয়েল টাইগার্স।
আগামীকাল শেষ চারের লড়াইয়ে নামবে সাকিব আল হাসানের দল।






