মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭, হেমন্তকাল

আফগানিস্তানের

কাবুলে পাক বাহিনীর হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে পরপর তীব্র বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল ছিল শহরের পূর্বাংশের আবদুল হক স্কয়ার ও আশপাশের এলাকা।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে পাক বাহিনী এই হামলা চালিয়েছে। গণমাধ্যমটি দাবি করেছে হামলায় পাকিস্তান তেহরিকে তালেবানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মাসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

অন্যদিকে কাবুলভিত্তিক কয়েকটি মাধ্যমে নূর ওয়ালীর নামে একটি অডিও বার্তা প্রচারের কথা জানা গেছে, যেখানে তিনি নিজের ওপর হামলা বা নিহত হওয়ার খবর অস্বীকার করেছেন। এসব দাবি ও অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই হয়নি।

এদিকে আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবীহুল্লাহ মুজাহিদ বলেন, “কাবুলে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জনগণ যেন উদ্বিগ্ন না হন। ঘটনাটির তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।”

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক জনসংযোগ পরিদফতর আইএসপিআর এখন পর্যন্ত কাবুলে পাকিস্তানি হামলার কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর আকাশে বিমান বা ড্রোনসদৃশ শব্দ শোনা যায়। কিছু সময়ের জন্য আবদুল হক স্কয়ার-কেন্দ্রিক রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকে। রাতভর টহল ও তল্লাশি জোরদার ছিল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.