গাজাগামী মানবিক নৌযান ‘কনশানস’-এ থাকা খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলবশত একটি বার্তা পোস্ট করার পর তা মুছে দিয়ে দুঃখপ্রকাশ করেছেন।
বাংলাদেশ সময় শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া নতুন পোস্টে শহিদুল লেখেন, ‘আগের পোস্টের জন্য দুঃখিত। সেটি আসলে একটি ভিডিওর স্ক্রিপ্ট ছিল, যা আমরা আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)-এর হাতে ধরা পড়লে প্রকাশ করার জন্য প্রস্তুত করেছিলাম।’
এর আগে রাত ১১টা ৫৮ মিনিটে তিনি একটি বার্তা পোস্ট করেন, যেখানে উল্লেখ ছিল যে তাকে ‘ইসরায়েলি বাহিনী আটক করেছে’ এবং বাংলাদেশ সরকার ও বন্ধুবান্ধবদের তার মুক্তির জন্য আহ্বান জানান। বার্তায় তিনি গাজার চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন।
পরে তিনি পোস্টটি মুছে দেন এবং ব্যাখ্যা দিয়ে লেখেন, “ভাগ্য ভালো, রাহনুমা দ্রুত পোস্টটি ডিলিট করেছিল। তাই বড় কোনো বিপদ হয়নি। আজকের দিনটা পুরোপুরি বিশৃঙ্খল ছিল- একটার পর একটা মিডিয়া সাক্ষাৎকার, ইসরায়েলি হামলার প্রস্তুতিতে রাতের মহড়া, আর শেষে রান্নাঘর পরিষ্কার! সব শেষে ভেরোনিকা আর আমি গেয়ে উঠলাম-‘মাই বনি লাইস ওভার দ্য ওশান।’
শহিদুল আলম বর্তমানে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ এবং ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)’-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানের অংশ হিসেবে গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাচ্ছেন। এই নৌবহরের লক্ষ্য-ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।









