জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইস্রাফিল গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষারের নাম বসানো হয়। তুষার এনসিপির যুগ্ম আহবায়ক।
শনিবার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে একটি ভর্তি ফরমের ছবি যুক্ত করে নীলা এ দাবি করেন।
নীলা তার পোস্টে বলেছেন, তিনি যখন অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তার অনুমতি ছাড়াই সারোয়ার তুষার তার স্বামীর নামের জায়গায় নিজের নাম লিখেছেন। তিনি এটিকে একটি ‘জালিয়াতি’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এটা শুধু একটি ভুল নয়। এটি বাংলাদেশের দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় একটি শাস্তিযোগ্য অপরাধ।
তিনি দাবি করেন, তার ব্যক্তিগত তথ্য পরিবর্তন করে তার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। নীলা ইসরাফিল তার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা ও আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ন হয়েছে বলেও জানান। এ ঘটনা ভবিষ্যতে তার সামাজিক ও আইনি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে তিনি মনে করেন।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নীলা ইসরাফিল কয়েকটি দাবি জানিয়েছেন–
১. অবিলম্বে ঘটনার তদন্ত করা হোক।
২. দায়ী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
৩. হাসপাতালের নথিতে তার প্রকৃত তথ্য পুনঃস্থাপন করা হোক।
৪. যারা রোগীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে এমন অপরাধ করে, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হোক।














