...

শেরপুর জেলায়

সোনালী ব্যাংক নকলা শাখার ৩ কর্মকর্তা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখায় কর্মরত ৩ জন কর্মকর্তা ৪৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় সোনালী ব্যাংক পরিবার নকলা শাখা কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংক সময় শেষে ওই ৩ কর্মকর্তাকে অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখায় কর্মরত যে তিন কর্মকর্তা ৪৪তম বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ, তাঁরা হলেন– নাহিদ হাসান (অফিসার), আবীর হাসান নাঈম (অফিসার ক্যাশ), মো. মাহবুবে সুবহানী মারুফ (অফিসার)।

জানা যায়, সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. মনিরুজ্জামান’র নির্দেশ ও পরামর্শক্রমে ওই তিন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো ও সংবর্ধনার আয়োজন করেন নকলা সোনালী পরিবারের সদস্যরা।

শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান একে একে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অন্যান্য সহকর্মীরা তাঁদের তিন সহকর্মীকে পর্যায়ক্রমে শুভেচ্ছা জানান এবং স্মৃতি ধরে রাখতে একইফ্রেমে ক্যামেরাবন্ধী হন।

এ-সময় শাখা ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. মনিরুজ্জামান, প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র অফিসার রিয়াজুল জুয়েল, সিনিয়র অফিসার (ক্যাশ) মো. আনারুল হক, সিনিয়র অফিসার (ক্যাশ) এ.কে.এম আসাদুল্লাহ, সংবর্ধিত ৩ অফিসার নাহিদ হাসান, আবীর হাসান নাঈম ও মো. মাহবুবে সুবহানী মারুফ এবং অফিসার সোহানুর রহমান সুমনসহ সোনালী ব্যাংক, নকলা শাখায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.