তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর জুটিতে যখন মনে হচ্ছিল জয়টা কেবল সময়ের অপেক্ষা, তখনই যেন নেমে এল ছায়া। শ্রীলঙ্কার স্পিন ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং লাইনআপ ধসে পড়ে বাংলাদেশ। শেষদিকে জাকের আলির হাফ সেঞ্চুরিতে কিছুটা সম্মান রক্ষা হলেও লজ্জাজনক হার এড়ানো সম্ভব হয়নি। শ্রীলঙ্কার ঘূর্ণির জাদুতে আরেকটি ব্যর্থতার গল্প রচনায় নাম লেখাল বাংলাদেশ।
ম্যাচে দারুণ শুরু এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুজনে মিলে গড়েন ২৯ রানের উদ্বোধনী জুটি। এরপর শান্তর সঙ্গে তানজিদের ৭১ রানের পার্টনারশিপে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ।
কিন্তু সবকিছুর ছন্দপতন ঘটে নাজমুল হোসেন শান্তর রান আউট দিয়ে। এরপর যেন ধস নামতে থাকে একের পর এক উইকেট পতনে—লিটন দাস: ৪ বলে ০ রান, এলবিডব্লিউ, তাওহিদ হৃদয়: দ্রুত ফিরে যান, মেহেদী হাসান মিরাজ: ০ রান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ: কিছু করতে পারেননি, তানজিদ হাসান: ৬১ বলে ৬২ রানের ইনিংস শেষ হয় হাসারাঙ্গার বলে ক্যাচ দিয়ে।