‘একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো ২৪-এর শহীদদেরও ভুলবে না জাতি’

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

একাত্তরের মুক্তিযোদ্ধাদের যেমন জাতি ভুলেনি, তেমনি ২০২৪ সালের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী বীর শহিদদেরও জাতি ভুলবে না। বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে।

তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠন করে শহিদদের ঋণ পরিশোধের এখনই সময়।

এ সময় অযথা বিতর্কে জড়িত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ারও আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১