গুজবের প্রেক্ষিতে মাহি বললেন

আমি আছি, মরি নাই রে ভাই : মাহি

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে গুজব নতুন নয়। এবার সে রকমই একটি বিভ্রান্তিকর গুজবের শিকার হলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ ও পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—এই শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। হঠাৎ নিজের মৃত্যুর ভুয়া খবরে হতবাক হয়েছেন মাহি নিজেও।

সোমবার (৩০ জুন) ফেসবুক পোস্টে এই গুজবের প্রতিবাদ জানিয়ে মাহি লেখেন, “আমি আছি, মরি নাই রে ভাই।” স্পষ্ট ভাষায় গুজবকারীদের উদ্দেশে এই মন্তব্য করে জানিয়ে দেন, তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

মাহির পোস্টে মেহেদী হাসান নামের একজন মন্তব্য করেন, “টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।”
আরেকজন ইয়াসমিন জান্নাত লেখেন, “এসব মিথ্যা খবর যারা রটায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।”

উল্লেখ্য, এমন গুজবের শিকার শুধু মাহি নন। এর আগে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজবও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ফেসবুক লাইভে এসে তিনি তা উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বর্তমানে মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি বেশ কিছুটা সময় লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার