প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল ও ঋতুপর্ণা

বিনোদন প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

২৫ বছর আগের এক ঘটনার রেশ টেনে তিনটি জীবন বদলে যাওয়ার গল্প নিয়ে আসছে নতুন সিনেমা ‘ত্রিধারা’। পরিচালনায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য, আর অভিনয়ে দেখা যেতে পারে চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই ছবির মধ্য দিয়েই প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে আসতে পারেন চঞ্চল ও ঋতুপর্ণা।

সিনেমাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গল্প নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, “সিনেমাটি নিয়ে একাধিকবার কথা হয়েছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে গল্প শুনে মনে হয়েছে কাজটি দারুণ হতে পারে।”

ঋতুপর্ণাও চঞ্চলের সুরেই বলেন, “সবটাই এখন পরিস্থিতির উপর নির্ভর করছে। ঠিকঠাক থাকলে কাজ শুরু হবে।”

এদিকে, ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় চঞ্চলের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। মুক্তির ২০ দিন পরেও প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় কমছে না। একই সঙ্গে তার ‘ইনসাফ’ ছবির কেমিও চরিত্রও প্রশংসা কুড়িয়েছে।

‘ত্রিধারা’ সিনেমাটি চূড়ান্ত হলে বাংলা সিনেমার পর্দায় একটি নতুন অভিনয় জুটি দেখার অপেক্ষায় দর্শক।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার