শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার উপর হামলা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় সীমান্তবর্তী কর্ণজোড়া শয়তানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, স্থানীয় বিপ্লব আহমেদের নেতৃত্বে ১৫-২০ জন মিলে এই হামলা চালান।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার সদস্য আরিফুল ও তার বন্ধু সাগর বিকেল বেলায় শ্রীবরদী সীমান্ত এলাকায় ঘুরতে যায়। ঘুরাঘুরি শেষে আসার পথে শয়তান বাজার এলাকায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু ভর্তি একটি ট্রাক আটক করে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীবরদী থানার ওসিকে অবগত করে। পরবর্তীতে স্থানীয় বিপ্লব ও তার সহযোগীরা তাদেরকে মারধর করে।

হামলায় পর আরিফুল আহত অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার