শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় সীমান্তবর্তী কর্ণজোড়া শয়তানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, স্থানীয় বিপ্লব আহমেদের নেতৃত্বে ১৫-২০ জন মিলে এই হামলা চালান।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার সদস্য আরিফুল ও তার বন্ধু সাগর বিকেল বেলায় শ্রীবরদী সীমান্ত এলাকায় ঘুরতে যায়। ঘুরাঘুরি শেষে আসার পথে শয়তান বাজার এলাকায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু ভর্তি একটি ট্রাক আটক করে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীবরদী থানার ওসিকে অবগত করে। পরবর্তীতে স্থানীয় বিপ্লব ও তার সহযোগীরা তাদেরকে মারধর করে।
হামলায় পর আরিফুল আহত অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
Post Views: 44