ফাঁকা বাড়িতে সোনাক্ষিকে বিছানায় চেপে ধরেছিল কে?

সোনাক্ষী সিনহা যতই ‘দবাং গার্ল’ হোন, জীবনের এক রাত তাঁকে কাঁপিয়ে দিয়েছিল বুকের ভিতর পর্যন্ত। আর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটেছিল নিজের বাড়িতেই—যেখানে মানুষ সবচেয়ে নিরাপদ বোধ করে। নতুন হরর-থ্রিলার ছবি ‘নিকিতা রায়’-এর প্রচারে এসে এই অদ্ভুত ঘটনার কথা জানালেন সোনাক্ষী। স্পষ্ট স্বীকারোক্তি—“ভূতপ্রেতে বিশ্বাস ছিল না, কিন্তু ওই রাতটার পর থেকে দোলাচলে পড়েছি।” কী হয়েছিল সেই রাতে?

“রাত তখন প্রায় ৪টা। ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম। হঠাৎ মনে হল কেউ যেন আমাকে ঠেলে জাগাচ্ছে। তারপর হঠাৎই একটা চাপ অনুভব করলাম শরীরে—যেন কেউ আমার ওপর বসে রয়েছে! আমি ভয়ে যেন জমে গেলাম, নড়াচড়া পর্যন্ত করতে পারছিলাম না। চোখ খোলার সাহস হয়নি। আলো না আসা পর্যন্ত চোখ বন্ধ রেখেই পড়ে ছিলাম,” — বলেন সোনাক্ষী। এই অদ্ভুত ও আতঙ্কজনক ঘটনা তাঁর বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলেছিল। তবে আশ্চর্যের বিষয়, এরপর আর এমন কিছু ঘটেনি।

কিন্তু সোনাক্ষী থেমে থাকেননি! পরের রাতে সাহস করে মুখোমুখি হলেন সেই ‘অজানা সত্তা’-র। অভিনেত্রীর কথায়, “পরদিন বাড়িতে ফিরে জোরে বললাম, ‘যে এসেছিলে, প্লিজ আর এসো না।’ তারপর থেকে আর কখনও এমন কিছু ঘটেনি। হয়তো সত্যিই ‘নিরীহ ভূত’ ছিল।” — হালকা হাসির সুরে যোগ করেন অভিনেত্রী।

এই ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি, সোনাক্ষীর কেরিয়ারও এখন খাসা ট্র্যাকেই ছুটছে। সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তে ফারিদান চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শক-সমালোচকদের। এবার ভাই কুশ সিনহার পরিচালনায় মুক্তি পেতে চলেছে তাঁর নতুন হরর-থ্রিলার ‘নিকিতা রায়’। এ ছবি প্রেক্ষাগৃহে আসছে ২৭ জুন, ২০২৫।

নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু চর্চায় রয়েছেন সোনাক্ষী। ২০২৪-র জুনে তিনি বিয়ে করেন অভিনেতা জহির ইকবালকে। তার কিছুদিন পরেই ২২.৫ কোটি টাকায় বিক্রি করে দেন তাঁর বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার