জয় পেয়েও ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলো অ্যাথলেটিকো মাদ্রিদ

এবারের ক্লাব বিশ্বকাপের যাত্রাটা ভালো হয়নি স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের। গ্রুপের শেষ ম্যাচে জয় পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে আসর থেকে বিদায় নিতে হলো। আর অ্যাথলেটিকোর জয়ে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ব্রাজিলিয়ান ক্লাব হারের স্বাদ পেল।

সোমবার (২৩ জুন) রাতে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোকে ১-০ গোলে হারিয়েছেন তারা। একই সময়ে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে সিয়াটেল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। ফলে সমান ৬ পয়েন্ট পাওয়া তিন দলের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি ও বোতাফোগো জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়।

রোজ বোল স্টেডিয়ামে ম্যাচজুড়েই আধিপত্য দেখায় অ্যাথলেটিকো মাদ্রিদ। পুরো ম্যাচে তারা নেয় ২৩টি শট, যার বেশিরভাগই ছিল প্রতিপক্ষ গোলমুখে।

দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকলেও গোল পাচ্ছিল না স্প্যানিশ ক্লাবটি।

শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন ফরাসি তারকা গ্রিজম্যান। আলভারেজের পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোল করেন ফরাসি তারকা। এই গোলেই বোতাফোগোর বিপক্ষে জয় তুলে নেয় অ্যাথলেটিকো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার