পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজের এক নারী শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রধান অভিযুক্ত সজীবসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
রোববার (২২ জুন) ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বোদা বাসষ্টান্ড কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন বোদা পাথরাজ সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় ভুক্তভোগীর মা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনের আগে পাথরাজ সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বোদা বাষ্টস্ট্যান্ডে গিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে কলেজ শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবী জানানো হয়।
ধর্ষণের স্বীকার শিক্ষার্থীর মা জানায়, গত ১১ জুন আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে পঞ্চগড়ের অজ্ঞাত স্থানে নিয়ে রাজিবসহ আরো ৬/৭ জন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি বোদা থানায় অভিযোগ জানালে, কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। আমি পঞ্চগড় বিজ্ঞ আদালতে ধর্ষণ মামলা দায়ের করেছি। আমি আজকে এই মানববন্ধন থেকে দ্রুত সময়ে আসামীদের শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের বারপাটিয়া জুরনপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে রাজীবসহ তার কয়েকজন বন্ধুর নামে আদালতে মামলা দায়ের হয়েছে।