জাগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের ক্লাস শুরু উপলক্ষে আয়োজিত অরিয়েন্টেশন ও অনুষ্ঠান আয়োজনে ক্যাম্পাসে যেন উৎসবের হাওয়া বইছে। অপরদিকে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করতে এসে বেশ উৎফুল্ল সময় কাটাচ্ছে। নতুন পরিবেশে নতুন নতুন বন্ধুবান্ধব ও নতুন সংস্কৃতির ছোঁয়ায় নবীন শিক্ষার্থীরা যেন অন্য এক জগতে প্রবেশ করছে।
আজ রোববার (২২ জুন) বিভিন্ন বিভাগ নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ কর্তৃক নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে আয়োজন করা হয়েছে অরিয়েন্টেশন প্রোগ্রামের। যেখানে উপস্থিত থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক সচিব শিষ হায়দার চৌধুরী, আইসিএবি এর সাবেক চেয়ারম্যান ফরকান উদ্দিন এফসিএ, ব্র্যাক ব্যাংকের ফাইনান্স কন্ট্রোলার মো. আবদুল ওহাব মিয়া এফসিএসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষক শিক্ষার্থীদের সম্মেলিত প্রচেষ্টায় আয়োজিত এই অরিয়েন্টেশন প্রোগ্রাম নতুন শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান ও শিক্ষার্থীদের মধ্যে ডিপার্টমেন্টের কোর্স কারিকুলাম প্রদান ও শিক্ষার্থীদের মধ্যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচেতন করার উদ্দেশ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য ও সাক্ষাৎকারের সুযোগ থাকছে।
একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, একাউন্টিং এর শিক্ষার্থীরা শুধু সিএ কিংবা শিক্ষক হবে তা নয়। একাউন্টিং এর শিক্ষার্থীরা হবে সকল ক্ষেত্রে পারদর্শী বাকি সকলদের থেকে আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন দেশ সেরা ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছে। কর্পোরেট থেকে শুরু করে দেশের সব উচ্চ পর্যায়ের চাকরিগুলোতে একাউন্টিং এর আধিপত্য আছে। আমি আশা করছি আগামী ২০৩০ সালের মধ্যে কর্পোরেট সেক্টরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমার একাউন্টিং ডিপার্টমেন্টও নিজের আধিপত্য বিস্তার করবে।
প্রথমদিন বিশ্ববিদ্যালয়ে আশা নবীন শিক্ষার্থী সৌখিন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমদিন আজ। সেই ভোর সকালে ঘুম থেকে উঠে নরসিংদী থেকে আজ ক্লাস করতে এসেছি। প্রথম দিনেই ডিপার্টমেন্ট থেকে অনেক ভালো একটি আয়োজন করা হয়েছে। দেশ সেরা হয়েছেন অনেক কর্পোরেট লিডার দের উপস্থিতিতে আজকের দিনটি বেশ ভালো ছিল, যা স্মৃতির পাতায় সারাজীবনের জন্য স্থান করে রাখবে।
এছাড়াও ম্যানেজমেন্ট স্টাডিজ, জিওগ্রাফি ও এনভায়রনমেন্ট সাইন্স, ফাইনান্স ও ব্যাংকিং সহ প্রায় সব ডিপার্টমেন্ট এই নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য অরিয়েন্টেশন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।