মুক্তি পেলেন সেই ফিলিস্তিনি মাহমুদ খলিল

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী মাহমুদ খলিলকে অভিবাসন হেফাজত থেকে মুক্তির আদেশ দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত।

স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) নিউ জার্সির একটি ফেডারেল আদালতের বিচারক এ আদেশ দেন।

বৈধভাবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করা খলিল জানান, সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করে রাজনৈতিক বক্তব্যের জন্য তাকে সাজা দেয়া হচ্ছে। শুক্রবার নিউ জার্সির একটি ফেডারেল আদালতের বিচারক তাকে মুক্তির আদেশ দেন। বিচারকের আদেশের পর শুক্রবারই লুইজিয়ানার কারাগার থেকে মুক্তি পান মাহমুদ।

এর আগে নিউ জার্সির নিউয়ার্কের ডিস্ট্রিক্ট জাজ মাইকেল ফারবিয়ারজ গত ১১ জুন এক আদেশে বলেন, আটক রেখে খলিলের মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে সরকার। তবে গত ১৩ জুন লুইজিয়ানার জেনার একটি আটক কেন্দ্র থেকে খলিলকে মুক্তি দিতে অসম্মতি জানান বিচারক।

উল্লেখ্য যে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খলিল। এই অভিযোগে গত মার্চে বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা। পরে খলিলকে লুইজিয়ানার একটি কারাগারে আটক রাখা হয়।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার