ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সিনেমা ছাড়াও নিজের জীবনের নানা কারণে খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি জিমের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়ে রীতিমতো মেজাজ হারিয়েছেন তিনি। সুপ্রভাত জানিয়ে সিনেমা তোলা শুরু করলেই অভিনেত্রীর এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখে ভক্ত-অনুরাগীরাও অবাক।
সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ সিনেমায় দেখা যাওয়া সামান্থাকে এদিন জিমের পোশাকে বেরিয়ে আসতে দেখা যায়। এক হাতে পানির বোতল অন্য হাতে মোবাইল নিয়ে তিনি কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক-ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন। ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে থাকেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেত্রী।
রীতিমতো চিৎকার করে তিনি পাপারাজ্জিদের বলেন, দয়া করে থামুন। এসব বন্ধ করুন। গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে সামান্থা বলেন, এসব বন্ধ করুন।
সামান্থার এমন আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এক নেটিজেন লিখেছেন— নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে। আরেক নেটিজেন লিখেছেন— একের পর এক ফ্লপ সিনেমার পরও এমন মনোভাব কোত্থেকে আসে? অনেকেই তাকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।