ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম শুরু

বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ হলো। এখন থেকে ঢাকায় বসেই অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসার আবেদন জমা দেওয়া যাবে। ফলে ভিসা কার্যক্রমের জন্য বাংলাদেশিদের আর ভারতে যাওয়ার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই তথ্য জানান। ঢাকায় ভিসা কার্যক্রম শুরু করায় প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

এ সময় হাইকমিশনার সুসান রাইল অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

ড. ইউনূস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে অস্ট্রেলিয়ান হাইকমিশনারকে অনুরোধ করেন।

বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি বাস করছেন এবং প্রায় ১৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার