বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠকের পর আপাতদৃষ্টিতে ‘নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণ’ করা গেছে মনে হলেও সত্যিকার অর্থেই সে সংকট কতটা দূর হয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে।
রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের কারও কারও ধারণা, প্রকৃত অর্থে রাজনৈতিক জটিলতা এখনো কাটেনি, বরং সামনের সময়টায় ‘রাজনৈতিক মেরুকরণ আরও জটিল’ হয়ে উঠতে পারে বলেও বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন।
বৈঠকের পর কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সময়সীমার বিষয়ে আলােকপাত করেছে সরকার এবং বিএনপি।
তবে, বৈঠকের সম্ভাব্য ফলাফল, রাজনীতিতে এর তাৎপর্য এবং অন্য রাজনৈতিক দলগুলাের প্রতিক্রিয়া– এমন নানা বিষয় নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে আলােচনা চলছে।
বৈঠক নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায়, জামায়াতে ইসলামী অভিযােগ করেছে, বিএনপির সাথে আলোচনা করে সরকার যেভাবে ব্রিফিং ও বিবৃতি দিয়ে বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করেছে তাতে ‘একটি বিশেষ দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে’।
বৈঠক নিয়ে এনসিপিও দিয়েছে বিপরীতমুখী বক্তব্য। এতে করে স্পষ্ট হয়ে গেছে অলরেডি কোথাও কোনো সমস্যা রয়েই গেছে।