জামালপুর সরিষাবাড়ীতে শাহানাজ আক্তার (১৮) নামে এক তরুণীর শারীরিক পরিবর্তন হয়ে যুবকে রূপান্তরিত হয়েছে। বর্তমানে তার নাম রাখা হয়েছে তুহিন মিয়া।
উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
তুহিনের পরিবার জানায়, পরিবারে দুই মেয়ে ও এক ছেলের মধ্যে শাহনাজ ছোট। পারিবারিক প্রয়োজনে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন শাহনাজ। ২০২৪ সালের ডিসেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে তার শরীরে পুরুষ সুলভ পরিবর্তন দেখা দেয়। শারীরিক পরিবর্তনের সময় শাহনাজের জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। দীর্ঘ সময় চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণের পর চলতি বছরের মার্চ মাসে পরিবার নিশ্চিত হয়, শাহনাজ পুরুষে রূপান্তরিত হয়েছেন।
তুহিন বলেন, ‘ঢাকায় অবস্থানের সময় আমার শারীরিক পরিবর্তন শুরু হয়। বিব্রতকর বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরে বাধ্য হয়ে পরিবারের কাছে খুলে বলি। তবে আমি এখন স্বাভাবিক জীবনযাপন করছি। এতে আমার কোনো সমস্যাও হচ্ছে না কিংবা কোনো দুঃখও নেই।’
তুহিনের বাবা শামসুল হক বলেন, ‘এটা আল্লাহর হাতে। আমাদের কারো কিছু করার নেই। এ ঘটনায় আমরা খুব খুশি।’
নারী থেকে পুরুষ হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। তুহিনকে একনজর দেখতে বাড়ির আশপাশে ভিড় করছেন বিভিন্ন গ্রাম ও উপজেলা থেকে আসা মানুষ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের স্বতঃস্ফূর্ত রূপান্তরের বাস্তবতা নেই। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে।’