ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যদি ইসরায়েলি হামলা বন্ধ হয়, তাহলে আমাদের জবাবও বন্ধ হয়ে যাবে।
আজ রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর পর এটি তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। খবর আল জাজিরার
কূটনীতিকদের সামনে দেওয়া এক বক্তব্যে আরাঘচি বলেন, ‘যদি আগ্রাসন বন্ধ হয়, আমাদের জবাবও বন্ধ হবে।’
তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল আজও ইরানজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে।
Post Views: 29