বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ এবং ভোটারদের আস্থা অর্জনের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আসন সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। এটি প্রাথমিক ঘোষণা। নির্বাচনের জন্য আমরা সবসময় প্রস্তুত। বিভিন্ন বিষয়ে সমঝোতার কারণে এখনই বিস্তারিত বলতে চাই না। আমাদের প্রার্থীরা যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন, ইনশাআল্লাহ।
দলীয় সূত্র জানায়, জামায়াত এককভাবে ৩০০ আসনেই প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক তালিকায় ২৯৬ জনের নাম রয়েছে, কিছু আসনে একাধিক প্রার্থীর নামও প্রস্তাবিত।
দলের দায়িত্বশীল নেতারা জানান, প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত নয়। আগস্ট-অক্টোবরে মাঠের পরিস্থিতি ও অন্য দলের অবস্থান বিবেচনায় তালিকা চূড়ান্ত হবে। চারটি আসন—রাজশাহী-২, মানিকগঞ্জ-২, ঢাকা-৯ ও কুমিল্লা-৭—এর প্রার্থী এখনো নির্ধারণ করা হয়নি। গত এক মাসে কিছু প্রার্থীর নাম পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিবর্তন আসতে পারে।