খুলনায় আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী (৭২) শনিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে ফুলবাড়ি গেট বাজারে একদল লোকের হাতে গণপিটুনির শিকার হয়েছেন। মারধরের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, এবং গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা, যারা এটিকে ক্রমবর্ধমান মব সন্ত্রাসের একটি উদাহরণ হিসেবে দেখছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিয়াকত আলী সম্প্রতি একটি মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। শনিবার দুপুরে তিনি খান জাহান আলী থানার বাদামতলা এলাকার বাড়ি থেকে ফুলবাড়ি গেট বাজারে মোবাইল মেরামতের জন্য এলে একদল লোক তাকে ঘিরে ফেলে এবং মারধর শুরু করে। খান জাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) সনজিৎ কুমার ঘোষ ঘটনাটি নিশ্চিত করে বলেন, “স্থানীয় লোকজন লিয়াকত আলীকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি গুরুতর আহত, এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লিয়াকত আলী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দৌলতপুর, দিঘলিয়া, খান জাহান আলী এবং সাভার থানায় একাধিক মামলা রয়েছে। তবে এই মারধরের পেছনে সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের ধারণা, রাজনৈতিক বিরোধ বা পূর্বশত্রুতা এই ঘটনার কারণ হতে পারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার