ইসরায়েলে আবারো মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে টানা দ্বিতীয়দিনের মতো মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব ইসরায়েলিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভি নতুন মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ইসরায়েলের দিকে যাচ্ছে মিসাইল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের তেলআবিব শহর থেকে ধারণ করা সরাসরি ভিডিওতে দেখা গেছে, তেলআবিবের আকাশে কয়েক ডজন মিসাইল এসে পৌঁছেছে। দখলদারদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করেছে।

এছাড়া জর্ডানের রাজধানী আম্মানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, ইরান যেসব মিসাইল ছুড়েছে তার কিছু তারা ভূপাতিত করেছে বা করার চেষ্টা করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার