ইরানের নতুন সেনাপ্রধান হলেন আবদুর রহিম মুসাভি

ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। শুক্রবার (১৩ জুন) এ নিয়োগ ঘোষণা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। এরপরই তার স্থলাভিষিক্ত হিসেবে মুসাভির নাম ঘোষণা করা হয়।

তেহরান টাইমস জানায়, সেনাবাহিনীর বর্তমান কমান্ডার মুসাভিকে ইরানের সর্বোচ্চ সামরিক পদে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপত্রে আয়াতুল্লাহ খামেনি নিহত বাঘেরির ‘গৌরবময় ও মর্যাদাপূর্ণ শাহাদাত’-এর প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে তিনি মুসাভির দীর্ঘদিনের সেবা ও অভিজ্ঞতার প্রশংসা করেন। নতুন সেনাপ্রধানকে খামেনি নির্দেশ দিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়া সক্ষমতা বাড়াতে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো হুমকির সময়োপযোগী ও কার্যকর জবাব নিশ্চিত করতে হবে।

শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি শহরে বিমান হামলা চালায়। এ হামলায় নিহত হন তিন শীর্ষ জেনারেল মোহাম্মদ বাঘেরি, হোসেইন সালামি ও গোলাম আলী রশিদ। একইসঙ্গে নিহত হন ছয়জন পারমাণবিক বিজ্ঞানীও।

হামলার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আইআরএনএতে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ইহুদিবাদী সরকার আবাসিক এলাকায় হামলা চালিয়ে তাদের বর্বর স্বভাব আরও স্পষ্ট করেছে। তাদের কঠিন শাস্তি পেতেই হবে।

ইরান এরই মধ্যে পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান
নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা হয়: ঋতুপর্ণা
ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান
দেশে এই প্রথম ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ: শারমিন মুরশিদ
ছুটিতে আছেন তটিনী
জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব : উপদেষ্টা মাহফুজ আলম
মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা
শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন : আইনজীবী আমির হোসেন
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর প্রধান উপদেষ্টার

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার