বিটিভির অনুষ্ঠান থেকে শিরিন শিলা বাদ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন ঢাকাই সিনেমার সমালোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। তার বিরুদ্ধে অভিযোগ গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত স্ট্যাটাস দেয়ায়। তিনি লিখেছিলেন, ‘কিসের এত আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’।

এমন স্ট্যাটাসে সেসময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এ নায়িকা। শিলার এ স্ট্যাটাস মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। করেন কড়া প্রতিবাদ। নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে বাধ্য হয়ে পোস্টের কমেন্ট অপশন বন্ধ রেখেছিলেন।

এরপর নেটিজেনদের তোপের মুখে পড়ে একই দিন বিকেল চারটার দিকে স্ট্যাটাসে সংযোজন আনেন শিরিন শিলা। এরপর গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূস। তবে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে আজও ক্ষমা চাননি শিরিন শিলা। বরং বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরছেন বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা যুবলীগ নেতা এনামুল হক আরমানের ঘনিষ্ঠ বান্ধবী শিরিন শিলা!

এমনকি ঈদের বিটিভির ম্যাগাজিন ‘চাওয়া পাওয়া’ অনুষ্ঠানে একটি পর্বে অতিথি হয়েছিলেন। শিরিন শিলা বিটিভির অনুষ্ঠানের অতিথি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল চর্চা হয়। প্রশ্ন উঠেছিল, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে যিনি অবস্থান নিয়েছিলেন, তিনি কীভাবে রাষ্ট্রীয় সম্প্রচারে জায়গা পান? তাকে বিটিভিতে কাজের সুযোগ দিল কে বা কারা? এমন সমালোচনা নজর এড়ায়নি বিটিভি কর্তৃপক্ষের। ঈদের দিন রাতে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হলেও শেষ পর্যন্ত শিরিন শিলার অংশটুকু কেটে দেয়া হয়।  এ তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির গ্রন্থণার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল।

তিনি বলেন, জুয়েল আইচ এ অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে না পাওয়াতে শিরিন শিলাকে অতিথি করা হয়। আমরা আসলে অবগত ছিলাম না যে তিনি গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা অনুষ্ঠানে শিরিন শিলার অংশটুকু বাতিলের সিদ্ধান্ত নেন।

মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখান শিরিন শিলা। শুরুতে বেশকিছু মিউজিক ভিডিওতে তাদে দেখা গেছে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিরিন শিলার। এরপর বেশকিছু সিনেমায় কাজ করেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়, বিভিন্ন সময় ব্যক্তিগত বিষয় নিয়েই আলোচনায় থাকেন এ নায়িকা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান
নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা হয়: ঋতুপর্ণা
ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান
দেশে এই প্রথম ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ: শারমিন মুরশিদ
ছুটিতে আছেন তটিনী
জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব : উপদেষ্টা মাহফুজ আলম
মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা
শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন : আইনজীবী আমির হোসেন
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর প্রধান উপদেষ্টার

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার