কানাডায় নৌকাডুবির ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

কানাডার অন্টারিও প্রদেশে একটি হ্রদে নৌকাডুবির ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেলে অন্টারিওর একটি কটেজ এলাকার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং তৈরি পোশাক খাতের উদ্যোক্তা ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার কর্মকর্তা রওশন কবির সোমবার (৯ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনার সময় নৌকায় থাকা কেউই লাইফ জ্যাকেট পরা অবস্থায় ছিলেন না।

আব্দুল্লাহিল রাকিব ছিলেন দেশের পোশাক শিল্প খাতের একজন পরিচিত মুখ। তিনি বিজিএমইএর পরিচালক হিসেবে ২০১৩–২০১৫ ও ২০১৫–২০১৭ মেয়াদে দায়িত্ব পালন করেন। তার পেশাগত দক্ষতা ও অবদানের জন্য তিনি প্রশংসিত ছিলেন।

অপরদিকে, ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ছিলেন একজন দক্ষ ও অভিজ্ঞ বিমানচালক। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান
নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা হয়: ঋতুপর্ণা
ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান
দেশে এই প্রথম ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ: শারমিন মুরশিদ
ছুটিতে আছেন তটিনী
জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব : উপদেষ্টা মাহফুজ আলম
মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা
শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন : আইনজীবী আমির হোসেন
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর প্রধান উপদেষ্টার

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার