এপ্রিলের প্রথমার্ধই নির্বাচনের সঠিক সময়ের কারণ জানালেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণার পরপরই কিছুটা উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। প্রধান দল বিএনপি ও তার কাছাকাছি থাকা দলগুলো এপ্রিলকে নির্বাচনের জন্য আদর্শ সময় মনে করছে না। এনিয়ে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তারা। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত সময় নিয়ে চুলচেরা বিশ্লেষণ।

নির্বাচনের ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন ভোট গ্রহণ হবে ধরে নিলে নির্বাচনের কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারির শেষ দিকে। ওই সময়ে রোজা চলমান থাকবে।

নির্বাচনের বিভিন্ন কার্যক্রম যেমন মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের কাজগুলো করতে হবে রমজান মাসজুড়ে। এমনকি, প্রচারও হতে পারে ঈদের পরপরই। তখন আবার কালবৈশাখীর মতো দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ‌্যমকে বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগের তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়। আর রোজা এবং আবহাওয়ার মতো বিষয়গুলো মাথায় নিয়েই ভোট গ্রহণের জন্য সম্ভাব্য সময় বেছে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা ধরে নিচ্ছি ঈদুল ফিতর হবে ১৯ থেকে ২০ মার্চ। এই সময়ে তাপমাত্রা অনেক কম থাকে। রোজার সময় তাপমাত্রা কম থাকতেই দেখা গেছে। এসময় গরম বেশি না পড়ায় মানুষের পক্ষে নিয়মিত প্রচারে কোনো অসুবিধা হবে না।

প্রেস সচিব বলেন, এপ্রিলের ৯ দিন কালবৈশাখী হয়। আর এটা হয় এপ্রিলের ১০ তারিখের পর থেকে।

এদিকে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে, অভ্যুত্থাণকারী তরুণরাসহ বিভিন্ন দলকে এক করে জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণার মতো বিষয়ের নিষ্পত্তি করা। একই সঙ্গে নিয়ন্ত্রণে আনতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তৈরি করতে হবে বিতর্কহীন ভোটার তালিকা। সংসদীয় আসনের সীমানা নিয়েও আছে জটিলতা।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় মনে করে, এজন্যই এপ্রিল পর্যন্ত সময় নিয়েছেন তারা।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টই বলে দিয়েছেন এই সময় নির্বাচন কেন। তিনি বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের কাজগুলো গুছিয়ে আনবো।

তিনি বলেন, আমাদের ম্যান্ডেট এটাই ছিল। এটা তো আর তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়, যে আপনি এলেন, আর আপনার কাজই শুধু নির্বাচন। এখানে আমাদের কাজ শুধুই এটা নয়। সংস্কারের মতো বড় একটা কাজ আমাদের আছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান
নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা হয়: ঋতুপর্ণা
ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান
দেশে এই প্রথম ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ: শারমিন মুরশিদ
ছুটিতে আছেন তটিনী
জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব : উপদেষ্টা মাহফুজ আলম
মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা
শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন : আইনজীবী আমির হোসেন
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর প্রধান উপদেষ্টার

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার