ক্যান্সার যোদ্ধা অভিনেত্রী হিনা খানের বিয়ে এখন ভাইরাল

ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত বছরের ২৮ জুন ক্যান্সার ধরা পড়ে তার। ইতোমধ্যে চলছে তার চিকিৎসা। নিয়েছেন কেমো থেরাপি। এদিকে ক্যান্সারের সঙ্গে লড়াই চলা সত্ত্বেও দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে আইনি বিয়ে সারলেন হিনা খান। এমন খবর প্রকাশ্যে আসার সঙ্গেই রীতিমতো ভাইরাল হয়ে যায়।

কোনো রকম আগাম খবর ছাড়াই হঠাৎ বিয়ের ছবি দেখে অনেকেই চমকে গিয়েছেন। মন্তব্যের ঘরে নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

বিয়ের আয়োজনকে ঘিরে বর- কনে দুইজনেই বেছে নিয়েছেন প্যাস্টেল শেডের পোশাক। মনিষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি পরেছেন হিনা। গাঢ় মেহেন্দি পরা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের এনগেজমেন্ট রিং। হিনার শাড়ির আঁচলে সেলাই করা দুইজনের নাম। জুটির সোহাগমাখা- আদুরে ছবিগুলি দেখে মুগ্ধ নেটিজেনরা।

রকি ও হিনার সম্পর্ক বহু বছরের। রকি পেশায় একজন প্রযোজক ও পরিচালক।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার