গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলিয়ারিচ এক হৃদয়বিদারক বাস্তবতা তুলে ধরেছেন। তিনি বলেছেন, গাজার বর্তমান পরিস্থিতি এমন এক ভয়ঙ্কর অবস্থায় উপনীত হয়েছে, যা নরকের চেয়েও খারাপ।
বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় নিবেদিত সংস্থাগুলোর একজন শীর্ষ নির্বাহী হিসেবে মিরিয়ানা স্পোলিয়ারিচ জেনেভায় আইসিআরসি’র সদর দপ্তরে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে বলেন, “মানবিকতা এখানে ব্যর্থ হয়েছে। বিশ্ব সম্প্রদায় আজ অবধি যুদ্ধ থামাতে পারেনি। ফিলিস্তিনিদের দুর্ভোগ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এমনকি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও যেসব কাজ করা প্রয়োজন, তাও যথাযথভাবে হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা দেখছি, যেসব আইন আন্তর্জাতিক মানবিক কার্যক্রম পরিচালনার জন্য তৈরি হয়েছে—বিশেষ করে যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে—সেসব আইন আজ একের পর এক লঙ্ঘিত হচ্ছে। ফিলিস্তিনিদের মানবিক মর্যাদাকে তাচ্ছিল্য করা হচ্ছে। আন্তর্জাতিক আইন আজ যেন অস্তিত্বহীন হয়ে পড়েছে।”