বিসিবির দুই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের রিট

বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ফারুক আহমেদ। একই সঙ্গে এনএসসি কর্তৃক বিসিবির নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

রোববার (০১ জুন) হাইকোর্টে রিট করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য পদ হারানো সভাপতি।

ফারুক আহমেদের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। সোমবারই (০২ জুন) এ রিটের শুনানি হতে পারে বলে জানান তিনি। তবে রিটের বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান এ আইনজীবী।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) ফারুক আহমেদের বিসিবির সভাপতির পদ হারানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত বাসভবনে ডেকে ফারুককে আর সভাপতির পদে না রাখার সিদ্ধান্তের কথা জানান। তবে ঠিক কি কারণে তাকে সরিয়ে দেয়া হচ্ছে তা জানানো হয়নি বলে দাবি করেন ফরুক আহমেদের।

এরপর সেদিনই বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গভীর রাতে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে পদ হারান তিনি।

শুক্রবার (৩০ মে) বিকেলে আরেক সাবেক অধিনায়ক ও টেস্টে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি নির্বাচিত হন। পরিচালকদের সর্বসম্মতিক্রমে ভোটে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ১৭তম সভাপতি নির্বাচিত হন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার