লিটনরা কি আজ হোয়াইটওয়াশ এড়াতে পারবে?

টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে পাকিস্তান সফরে গিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি লিটন-শান্তরা। উল্টো টানা দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খুইয়ে বসেছে সফরকারিরা।

রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দর। এ ম্যাচ জিতে টাইগাররা হোয়াইটওয়াশ এড়াতে পারে কি না সেটাই এখন বড় প্রশ্ন।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। মাত্র ১৪ জনের স্কোয়াডে বড় পরিবর্তনের সুযোগ না থাকলেও অভিষেক হতে পারে খালেদ আহমেদের। স্পিন বিভাগে রিশাদ হোসেনের জায়গায় দেখা যেতে পারে তানভীর ইসলামকে। আবার দলে ফিরতে পারেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।

সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং লাইনআপ। দুই-একটি ঝলক ছাড়া পুরো সিরিজেই ব্যর্থ টপ অর্ডার। পাকিস্তানের দ্বিতীয় সারির পেস আক্রমণের বিপক্ষেও দাঁড়াতে পারেননি ব্যাটাররা। আজকের ম্যাচে দলে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত, যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন স্থানে খেলানো হবে তা নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে হৃদয়, জাকের এবং শামীম পাটোয়ারির ফর্ম নিয়েও রয়েছে উদ্বেগ।

লাহোরে সাম্প্রতিক তিনটি টি-টোয়েন্টিতে ব্যাটাররাই রাজত্ব করেছেন। যার মধ্যে রয়েছে পিএসএল ফাইনালও। তাই লিটনের লক্ষ্য থাকবে, টানা পাঁচ ম্যাচ পর যেন টসটা জেতা যায়। আগে ব্যাটিং পেলে হয়তো চাপে না পড়ে লড়াইটা আরও জমিয়ে তুলতে পারবে টিম বাংলাদেশ।

টাইগারদের সামনে আজ শুধু একটি ম্যাচ নয়, একটি সম্ভাবনার লড়াই। হোয়াইটওয়াশ এড়ানো এবং একই সঙ্গে পাকিস্তানের মাটিতে প্রথম জয় তুলে নেয়ার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার