জিএম কাদেরের বাসায় হামলার মামলা ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড না হলে থানা ঘেরাও: মোস্তফা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড করে আসামিদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

শনিবার (৩১ মে) বিকেল ৫টায় রংপুর মহানগরীতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

মোস্তাফিজার রহমান বলেন, জুলাই বিপ্লবে জাতীয় পার্টি ব্যানার-লাঠি নিয়ে বৈষম্যবিরোধীদের পক্ষে ছিল। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করেছি। আবু সাঈদের কবরে রাজনৈতিক দল হিসেবে জিএম কাদেরসহ আমরা প্রথম গিয়েছি। আজকে সেই এনসিপি জাতীয় পার্টির বিপক্ষে লেগেছে। আমরা চাই প্রশাসন সরে দাঁড়াক। আমাদের শক্তিমত্তা আছে কিনা একটু জানান দিতে চাই।

এর আগে, নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে মোস্তফার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর ঘুরে টাউন হলের সামন থেকে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

কোতয়ালী থানার ওসিকে উদ্দেশ্য করে মোস্তফা বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড না হয়, তাহলে থানা ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি দিতে বাধ্য হব। এ সময়, তিনি নগরীর প্রত্যেকটি নেতাকর্মীকে আগামী দিনে এরশাদের অস্তিত্ব রক্ষার জন্য কাঁধে কাঁধে মিলিয়ে শরিক হওয়ার আহ্বান জানান।

অপরদিকে, কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, এজাহার গ্রহণ করা হয়েছে। এ সময়, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান
নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা হয়: ঋতুপর্ণা
ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান
দেশে এই প্রথম ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ: শারমিন মুরশিদ
ছুটিতে আছেন তটিনী
জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব : উপদেষ্টা মাহফুজ আলম
মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা
শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন : আইনজীবী আমির হোসেন
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর প্রধান উপদেষ্টার

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার