এশিয়া কাপ বাছাইয়ের দল ঘোষণা

এশিয়ান কাপ বাছাই ফুটবলে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের জন্য অনুমিতভাবেই তিন প্রবাসী হামজা চৌধুরী, সামিত সোম ও ফাহামিদুল ইসলামকে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশের হাভিয়ের কাবরেরা।

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে শুরু হতে যাওয়া ক্যাম্পে এক বছরেরও বেশি সময় পর ফরোয়ার্ড সুমন রেজাকে ডেকেছেন বাংলাদেশ কোচ।

আগামী ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে আজ থেকে ক্যাম্প শুরু করবেন কাবরেরা।

বুধবার (২৮ মে ) ২৬ জনের প্রাথমিক দল দিয়েছেন কাবরেরা। ভুটান ম্যাচের আগে ক্যাম্পের প্রস্তুতি দেখে ২৩ জনের দল চূড়ান্ত করবেন এই স্প্যানিশ কোচ।

প্রাথমিক দলে নতুন মুখ বলতে, কানাডিয়ান লীগে খেলা সামিত। আগামী ৪ জুন সকালে ঢাকায় ফিরবেন তিনি। ইংল্যান্ড থেকে হামজার ফেরার দিনক্ষণ নিশ্চিত হয়নি এখনও।

ইতালি প্রবাসী ফাহামিদুল বুধবার সকালে ঢাকায় ফিরে উঠেছেন টিম হোটেলে। সেরি ডি’তে খেলা ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ক্যাম্পের শুরু থেকেই পাচ্ছেন কাবরেরা। এর আগেও ক্যাম্পে ফাহামিদুলকে ডেকেছিলেন হাভিয়ের কাবরেরা। তবে সেটি ছিল গত মার্চে ভারত ম্যাচ সামনে রেখে সৌদি আরবে চলা ক্যাম্পে। ক্যাম্পে সতীর্থদের সঙ্গে যোগও দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ফাহামিদুলকে সেখান থেকে ইতালি ফিরে যেতে হয়। ফাহামিদুলের ইতালি ফিরে যাওয়া ওই সময় নানা বিতর্কের জন্ম দিয়েছিল। এমন খবরও চাউর হয়েছিল, দলের অভ্যন্তরের ‘সিন্ডিকেট’-এর কারণে তাকে জায়গা দিতে পারেননি কাবরেরা।

গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগের প্রাথমিক দলে ছিলেন জাহিদ হাসান শান্ত। তবে মোহামেডানের এই ডিফেন্ডারকে ক্যাম্প শুরুর আগেই প্রাথমিক দল থেকে ছেটে দিয়েছিলেন কোচ। এবারের ক্যাম্পে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন জাহিদ।

২০২৪ সালের মার্চে প্যালেস্টাইনের বিপক্ষে ম্যাচের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন সুমন রেজা। এবারের বিপিএলে রানার্সআপ আবাহনীর হয়ে তিন গোল করা এই ফরোয়ার্ডকে ডেকেছেন কাবরেরা।

গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের দল থেকে বাদ পড়েছেন চন্দন রায়, সোহেল রানা জুনিয়র ও শাকিল হোসেন। এশিয়া কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার দলের পয়েন্টই সমান ১ করে। ভারত-বাংলাদেশ এবং সিঙ্গাপুর-হংকং দুটি ম্যাচই হয়েছিল গোলশূন্য ড্র।

এদিকে ফাহামিদুলের ফেরায় তার প্রতি ভালোবাসা ও প্রত্যাশার প্রতিচ্ছবি ছিল তাদের কণ্ঠে, ‘ওয়েলকাম ব্যাক, ফাহামিদুল!’ ওলবিয়া কালচিও ক্লাবের এই উইঙ্গার বিমানবন্দরে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে সরাসরি গাড়িতে উঠে পড়েন তিনি।

আগামী কিছু দিনের মধ্যে জাতীয় দলে যোগ দেয়ার কথা রয়েছে আরও দুই প্রবাসী ফুটবলারের হামজা চৌধুরী (আগমন : ২ জুন) এবং সামিত সোম (আগমন : ৪ জুন, যেদিন ভুটানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে)।

বাংলাদেশ দল

গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন।

মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোম।

ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, ফাহামিদুল ইসলাম ও সুমন রেজা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান
নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা হয়: ঋতুপর্ণা
ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান
দেশে এই প্রথম ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ: শারমিন মুরশিদ
ছুটিতে আছেন তটিনী
জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব : উপদেষ্টা মাহফুজ আলম
মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা
শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন : আইনজীবী আমির হোসেন
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর প্রধান উপদেষ্টার

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার