প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আর সংস্কার চাইলে অতিরিক্ত আরও ছয়মাস বেশি সময় দিতে হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।
তিনি বলেন পলিটিক্যাল পার্টি যে ভাবে চাইবে, নির্বাচন সেভাবে হবে। তবে সুনির্দিষ্ট তারিখ দিবে নির্বাচন কমিশন। সেটা নির্বাচনের চার পাঁচ মাস আগে।
এসময় তিনি বলেন সংস্কার কমিশনের রিপোর্ট গুলো আসার পর সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা সবার সাথে বসবেন। তারপর সেগুলো পর্যালোচনা করবেন। কোন কাজগুলো করা দরকার সেটি নিয়ে। এরপর নির্বাচনের দিকে যাত্রা শুরু হবে। আমরাতো আগেই দুটি সম্ভাব্য তারিখ দিয়েছি।
তিনি আরও বলেন ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোন সরকার ব্যবস্থা ছিল না। আমাদের সীমান্তগুলো অত্যন্ত অরক্ষিত। তখন সিকিউরিটি সিস্টেম অত্যন্ত দুর্বল থাকায় অনেকেই সেই সুযোগ নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।














