জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে অনুরোধ করেছেন, জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যেতে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন চিঠির বিষয়টি নিশ্চিত করেন।
‘জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি সংক্রান্ত স্মারকলিপি’ শিরোনামে চিঠিতে বলা হয়, জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের বিভাজনমূলক কর্মকাণ্ড, গুপ্তচরবৃত্তি, অপপ্রচার ও সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতাবিরোধী ভূমিকা ও গণহত্যায় সহযোগিতার ইতিহাস এনসিপির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
নেতারা উল্লেখ করেছেন, আগে নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী দলের ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। অল্প কিছু আসনের জন্য জোটে যাওয়া পার্টির মধ্যপন্থি সমর্থক ও নতুন রাজনীতি প্রত্যাশী মানুষের বিশ্বাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত, কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন, সংগঠক রফিকুল ইসলাম আইনী প্রমুখ।














