চিত্রনায়িকা পরীমনির নাম শুনলেই যেন ভক্ত, দর্শক ও নেটিজেনরা একটু নড়ে-চড়ে বসেন। কারণ পরী মানেই নতুন কোনো খবর। বহুল চর্চিত এই নায়িকা সবসময় কালারফুল মুডে থাকেন। গত ২৪ অক্টোবর ছিল তার জন্মদিন। তার এবারের জন্মদিন একটু অন্যরকম ভাবে কাটিয়েছেন।
এই প্রথম জন্মদিনে দেশে ছিলেন না তিনি, দিনটা মালয়েশিয়ায় উদযাপন করেছেন। টানা ১০ দিন নানা আনন্দঘন মুহূর্ত কাটিয়ে সেখান থেকে সম্প্রতি দেশে ফিরেছেন এই নায়িকা। ভিনদেশে প্রথম জন্মদিন কাটানোর মুহূর্ত দেশে ফিরেই ভাগ করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল পাঁচতারা হোটেলে ঝাঁকালো আয়োজন। সেই ঝলমলে জন্মদিনগুলো এখন যেন অতীতের গল্প। জন্মদিন পেরিয়ে গেলেও আবারও চেনা ছন্দে ফিরছেন পরী।
গতকাল বুধবার (৫ নভেম্বর) রাতে কাছের মানুষদের সঙ্গে উদযাপন করবেন বলে পরীমনি জানিয়েছেন। সেইসঙ্গে আয়োজন নিয়ে রহস্যে জিইয়ে রেখেছেন আলোচিত এই নায়িকা।
মজার ছলে পরীমনি বলেন, ‘আজ আমার বিয়ে। ঠিক সন্ধ্যা সাতটায় চলে আসবে।’ এরপর একটি শব্দও খরচ করেননি তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, কাছের মানুষদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন পরী। সেইসঙ্গে নতুন কাজের খবর দেবেন তিনি। তবে এ নিয়ে আপাতত কিছু বলতে নারাজ এই অভিনেত্রী।









